ব্যক্তি নামে কমিউনিটি ক্লিনিক এর Dghs2 ইউজার ID পাসওয়ার্ড সমন্ধে নির্দেশনা প্রসঙ্গে। উক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, যে সকল কমিউনিটি কিনিক এর নাম কোন ব্যক্তি নামে হয়েছে, সে সকল কমিউনিটি ক্লিনিক এর Dghs2 ইউজার ID ও পাসওয়ার্ড এর জন্য আবেদন করা হলে উক্ত নাম এর জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নিম্নলিখিত তথ্যসমূহ লাগবে। অন্যথায় উক্ত আবেদন বিবেচ্য হবে না। উল্লেখ্য যে, ০৮/০২/২০১২ইং এর পূর্বের প্রতিষ্ঠিত কমিউনিটি ক্লিনিক এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।
- ১. মন্ত্রনালয়ের অনুমোদন এর ফটোকপি।
- ২. জমিদাতার জাতীয় পরিচয় পত্র (ফটোকপি)।
- ৩. জমির দলিল এর কপি (ফটোকপি)।
- ৪. ইউনিয়ন চেয়ারম্যান এর প্রধান পত্র (মূল কপি)।
- ৫. জমিদাতার আবেদনপত্রের মূলকপি। (জমিদাতার অবর্তমানে জমিদাতার ওয়ারিশগণ আবেদন করবেন)
কমিউনিটি ক্লিনিক-এর Dhis2 ইউজার ID পাসওয়ার্ড নিবন্ধন পদ্ধতি