সিএইচসিপিদের সরবরাহকৃত ল্যাপটপ ব্যবহার ও দায়িত্ব

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের আওতায় ২০২২ সালে সিবিএইচসি কার্যালয়ের স্মারক নং-কমিঃ ক্লিঃ স্বাঃ সহাঃ ট্রাস্ট/সিবিএইচসি/জনবল/নিয়োগ-৭৫(গ্রেড ১১-২০)/২০২১/২২৪, তারিখঃ ০৫/০৪/২০২২ স্মারকমূলে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে নতুন নিয়োগপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণের অনুকূলে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কার্যালয়ের মাধ্যমে ইতোমধ্যে ল্যাপ্টপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে এবং বরাদ্দপ্রাপ্ত ল্যাপ্টপ কম্পিউটারের আই.এম.ই. নম্বরের সাথে সংশ্লিষ্ট কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এর নাম নিবন্ধিত রয়েছে।

২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)গণ উক্ত ল্যাপ্টপ কম্পিউটার নিজ দায়িত্বে রাখবেন এবং বদলী জনিত কারণে কর্মস্থলের পরিবর্তন হলে উক্ত ল্যাপ্টপ কম্পিউটারটি বদলীকৃত কর্মস্থলে ব্যবহার করবেন। চাকুরীর মেয়াদান্তে ইস্যুকৃত ল্যাপ্টপ কম্পিউটারটি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করবেন। এখানে উল্লেখ্য, ২০২২ সালের পূর্বে যে সকল ল্যাপ্টপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে, তা সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)’র হেফাজতে থাকবে।

 

সিএইচসিপিদের সরবরাহকৃত ল্যাপটপ ব্যবহার ও দায়িত্ব

image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Chcpbd.com