সিএইচসিপিদের HRM হালনাগাদ করা প্রসঙ্গে

সিএইচসিপিদের বদলি, চাকরি হতে অব্যহতি, মৃত্যু ইত্যাদি বিষয়ে HRM এ হালনাগাদ করা প্রসঙ্গে। উক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, সিএইচসিপিদের বদলি, অব্যহতি, মৃত্যু ইত্যাদি সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিসংখ্যান শাখা থেকে HRM হালনাগাদ করা হয়ে থাকে। কিন্তু এই ডাটা গুলো সময়মত হালনাগাদ না করার কারনে ডাটা সার্ভারের সিএইচসিপি এর সংখ্যা এর সাথে উপজেলা থেকে পদত্ত সিএইচসিপি এর সংখ্যায় তারতম্য সহ বহুবিধ সমস্যা লক্ষ্য করা যায়। ফলে প্রশাসনিক নানা জটিলতার অবতারনা হচ্ছে। এমতাবস্থায় আগামী ৫(পাঁচ) কর্ম দিবসের মধ্যে সিএইচসিপিদের বদলি, চাকরি হতে অব্যহতি, মৃত্যু ইত্যাদি HRM এ হালনাগাদ করার জন্য বলা হলো।

 

সিএইচসিপিদের HRM হালনাগাদ করা প্রসঙ্গে

HRM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Chcpbd.com