কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর আওতায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি-দের আবেদন প্রেরণ। উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিগত ০৮ অক্টোবর, ২০১৮ ইং তারিখে ২০১৮ সনের ৫২ নং আইন হিসেবে ‘কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৮’ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর আওতায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি-দের অনেকে বিভিন্ন অভিযোগসহ স্থানীয় সমস্যা ও অন্যান্য বিষয়ে সরাসরি ট্রাস্টি বোর্ডের সভাপতি বরাবরে পত্র লিখছেন যা নিয়ম বহির্ভূত ও অনাকাংখিত।
এমতাবস্থায়, কোন উদ্ভূত সমস্যা উপজেলা ও জেলা পর্যায়ে সমাধান করা সম্ভব না হলে এতদসংক্রান্ত কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এর যে কোন চিঠিপত্র সরাসরি সভাপতি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড বরাবর না লিখে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বরাবর প্রেরণের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে সিএইচসিপি-দের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের আবেদন প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি