কমিউনিটি ক্লিনিকের পরিবার পরিকল্পনা সেবা সংক্রান্ত মাসিক প্রতিবেদন প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে, উপ-পরিচালক (পরিবার পরিকল্পনা) কার্যালয়সমূহ হতে প্রতিমাসে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কার্যালয়ে কমিউনিটি ক্লিনিকে পরিবার পরিকল্পনা সেবা সংক্রান্ত মাসিক প্রতিবেদন প্রেরণ করা হচ্ছে।
এই রিপোর্টসমূহ অনলাইনে সংশ্লিষ্ট ডাটাবেইজ (ফরম-৩) পূরণ করলেই প্রযোজ্য ক্ষেত্রে সেখান থেকে তথ্য সংগ্রহ করা যায়। এছাড়াও, যেহেতু সরকার কর্তৃক কৃচ্ছ্রসাধনের নীতি গ্রহণ করা হয়েছে সেহেতু, কাগজ সাশ্রয়ের জন্য কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কার্যালয় মনে করে যে, এই মাসিক রিপোর্টসমূহ কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কার্যালয়ে প্রেরণ না করে অনলাইনে পূরণ করাই যথেষ্ঠ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো ।