ডায়রিয়া ও পানিবাহিত অন্যান্য স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ প্রসংগে। উপর্যুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে গ্রীষ্ম মৌসুমের শুরুতে ডায়রিয়া ও পানিবাহিত রোগের প্রকোপ বৃদ্ধির প্রতিবেদন পাওয়া যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর এ স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় কমিউনিটি ক্লিনিকসমূহের পূর্ব প্রস্তুতি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেয়া জরুরী। অনিবার্য কারণে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যান হতে ঔষধ সরবরাহে বিলম্বের আশংকা থাকায় আপনার নিয়ন্ত্রণাধীন কমিউনিটি ক্লিনিকসমূহে স্থানীয় ব্যবস্থাপনায় সমন্বয় সাধন করে পর্যাপ্ত পরিমাণের খাবার স্যালাইনসহ পানিবাহিত রোগ প্রতিরোধ ও মোকাবিলায় প্রয়োজনীয় ঔষধের প্রাপ্যতা নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
পাশাপাশি জনসাধারণের মধ্যে পানিবাহিত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা প্রদান নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। জনস্বাস্থ্য বিবেচনায় বিষয়টি অতীব জরুরী।
কমিউনিটি ক্লিনিকে ডায়রিয়া ও পানিবাহিত অন্যান্য স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় উদ্যোগ
সংযুক্তিঃ ডায়রিয়া প্রতিরোধ ও মোকাবিলায় স্বাস্থ্য বার্তা।