সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ সতর্কীকরণ প্রসঙ্গে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) এবং কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সতর্কীকরণের মাধ্যমে জানানো যাচ্ছে যে, কতিপয় কর্মচারী বিভিন্ন ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের চাকুরী কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টে ন্যস্তকরণ এবং চাকুরী সুবিধাদি প্রাপ্তির বিষয়ে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী সচিব এবং কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্ল্যানের লাইন ডাইরেক্টর এর বিরুদ্ধে মানহানীকর বিভিন্ন ব্যক্তব্য/মন্তব্য করছেন। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ

image

 

এ ধরণের আচরণ চাকুরী বিধি পরিপন্থি এবং শাস্তিযোগ্য অপরাধ। সংশ্লিষ্ট সকলকে এ ধরণের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। এ ধরণের মিথ্যা অভিযোগকারী/অভিযোগকারীগণ/সংশ্লিষ্ট কর্মচারীগণের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে চাকুরীচ্যুতসহ কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সভাপতি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট (সিসিএইচএসটি) বোর্ড মহোদয়ের সম্মতি রয়েছে।

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top