কমিউনিটি ক্লিনিক সরবরাহকৃত এন্টি/বায়ো/টিক ঔষধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর এবং ব্যবহার

কমিউনিটি ক্লিনিক সমূহে ব্যবহারের জন্য ইডিসিএল কর্তৃক সরবরাহকৃত এন্টি/বায়ো/টিক ঔ/ষধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর এবং ব্যবহার প্রসংঙ্গে। মহোদয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, বিগত ২০২২-২০২৩ খ্রি: অর্থ বছরে কমিউনিটি ক্লিনিক সমূহে ব্যবহারের জন্য ২৭ (সাতাশ) প্রকার ঔ/ষধ এসেনসিয়াল ড্রা/গস কোম্পানী লিমিটেড (ইডিসিএল) হতে ক্রয় করা হয় এবং ২ নং সূত্রে বর্নিত স্মারকের মাধ্যমে ৫৩,৩১০ কার্টন ঔষধ ইডিসিএল এর পণ্যাগারে আপদকালীন মজুদ হিসেবে সংরক্ষন করা হয়। বর্তমানে কমিউনিটি ক্লিনিক সমূহে ব্যবহারের জন্য ২ নং সূত্রে বর্ণিত স্মারকের মাধ্যমে ২৭ (সাতাশ) প্রকার ঔষধ সম্বলিত ৫৩,৩১০ কার্টন ঔষধ উপজেলা পর্যায়ে সরবরাহের জন্য ইডিসিএল-কে সরবরাহ অদেশ প্রদান করা হয়েছে। উল্লেখ্য যে, সরবরাহকৃত /সরবরাহতব্য ২৭ (সাতাশ) প্রকার ঔষধের মধ্যে এন্টি/বায়ো/টিক গ্রুপের ৭ প্রকার ঔষধ রয়েছে।

এন্টি/বায়ো/টিক গ্রুপের ঔষধের যত্রতত্র ব্যবহার রোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুযায়ী সিএইচসিপিদের মাধ্যমে এন্টি/বায়ো/টিক গ্রুপের ঔষধ রোগীদেরকে প্রদান করা অনুচিত এবং ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী প্রদান করা আবশ্যক বিধায় বিগত ২০২০-২০২৪ অর্থ বছরের কমিউনিটি ক্লিনিকে ব্যবহৃত ঔষধের তালিকা হতে এন্টি/বায়ো/টিক গ্রুপের ঔষধ বিয়োজন করা হয়েছে।

তালিকা নিম্নরূপ:

  1. কোট্রাইমোক্সাজোল ট্যাবলেট ১২০মিগ্রাঃ – ৫০০ পিসেস
  2. কোট্রাইমোক্সাজোল ট্যাবলেট ৯৬০মিগ্রাঃ – ১০০ পিসেস
  3. মেট্রোনিডাজল ট্যাবলেট ৪০০মিগ্রাঃ – ৭৫০ পিসেস
  4. পেনিসিলিন-ডি ট্যাবলেট ২৫০মিগ্রাঃ – ১০০ পিসেস
  5. এ্যামোক্সিসিলিন ক্যাপসুল ২৫০মি:গ্রা: – ৫০০ পিসেস
  6. অ্যামোক্সিসিলিন ১২৫ মিঃ গ্রাঃ/ ৫ এমএল পাউডার ফর সাসপেনশন ১০০মিঃলিঃ – ১২ পিসেস
  7. অ্যামোক্সিসিলিন ১২৫ মি: গ্রা:/ ১.২৫ এমএল পাউডার ফর প্যাডিয়্যাট্রিক ড্রপ ১৫মিঃলিঃ – ১০ পিসেস

এমতাবস্থায় বিগত ২০২২-২০২৩ অর্থ বছরে ক্রয়কৃত ও ইডিসিএল এর ভান্ডারে আপদকালীন মজুদকৃত এবং বর্তমানে সরবরাহকৃত/সরবরাহতব্য ২৭ (সাতাশ) প্রকার ঔষধ হতে উল্লেখিত ৭ প্রকার ঔষধ কমিউনিটি ক্লিনিক হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ ডকুমেন্ট সংরক্ষনের মাধ্যমে স্থানান্তর করে উহাদের ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

কমিউনিটি ক্লিনিক সরবরাহকৃত এন্টি/বায়ো/টিক ঔষধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর এবং ব্যবহার

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top