চিত্রিত ঢোঁড়া | Xenochrophis Cerasogaster – Painted Keelback

চিত্রিত ঢোড়ার মাথা লালচে খয়েরী, কালচে বাদামী বা লালচে কালো রঙের হয়ে থাকে। চোখের নিচ থেকে সমান্তরালে হলুদ বা বাদামী দাগ শুরু হয়। যা কখনো দেহের শেষ পর্যন্ত চলে যায়। কখনো গলা পর্যন্ত শেষ হয়ে গিয়ে দেহের শেষ অংশে উজ্বলভাবে দৃশ্যমান হয়। চোখের মনি গোলাকার এবং কালো। আইরিশ রক্তের মত টকটকে লাল হয়ে থাকে।

দেহ সাধারণত লালচে বাদামী বা কালচে খয়েরী রঙের হয়ে থাকে। পিঠের দুই পাশ দিয়ে উজ্জ্বল হলুদ স্ট্রিপ থাকে। কখনো গলার পর এই স্ট্রিপ না থাকলেও দেহের শেষ অংশে তা উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়।এরা প্রায় দুই ফুটের মত লম্বা হয়ে থাকে। বডি অমশৃণ আঁশযুক্ত (Keeled scale)। চিত্রিত ঢোঁড়া একটি Diurnal snake অর্থাৎ এরা দিনে চলাচল এবং শিকার করে। চিত্রিত ঢোঁড়া একটি oviparous snake অর্থাৎ এরা ডিম পাড়ে। স্ত্রী সাপ মৌসুমে ২০টির মত ডিম পেড়ে থাকে।

 

  • নামঃ চিত্রিত ঢোঁড়া ।
  • ইংরেজি নামঃ Painted Keelback.
  • বৈজ্ঞানিক নামঃ Xenochrophis cerasogaster.
  • প্রচলিত নামঃ অঞ্চলভেদে এদের কালোপেট ঢোঁড়া, কালো মেটে ঢোঁড়া, কেরাবেরা সাপ(নোয়াখালি), দুইরগা হাপ(কুমিল্লা), কেওড়া মোরা, রক্তবোড়া, খড়িচোঁচ, পোড়া সাপ,নাউডাঙা, জলপোড়া ইত্যাদি নামে ডাকা হয়।
  • বিষের ধরনঃ সম্পূর্ণ নির্বিষ।

চিত্রিত ঢোঁড়া | Xenochrophis Cerasogaster – Painted Keelback

 

খাদ্য তালিকাঃ জলজ সাপ হওয়ায় এরা সাধারণত জলাশয় এবং এর আশেপাশে বাস করে। কচুরিপানা এবং জলজ উদ্ভিদে ভর্তি জলাশয় এদের পছন্দ। এরা সাধারণত মাছ, ব্যাঙ, চিংড়ি খেয়ে থাকে।

অঞ্চলঃ Colubridae পরিবারের সাপ Painted keelback বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালেশিয়া সহ দক্ষিন, দক্ষিন-পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখতে পাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ জেলায় একে দেখতে পাওয়া যায়।

চিকিৎসাঃ এরা শান্ত প্রকৃতির সাপ। লাজুক স্বভাবের হওয়ায় মানুষ দেখলে পালিয়ে যায়। তাই কামড় খাওয়ার চান্স খুবই কম। যদিও কোনোভাবে কামড় খেয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই৷ ক্ষতস্থানে সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই হবে।

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top