খৈয়া গোখরা | Naja Naja – Spectacled Cobra

খৈয়া গোখরার আইশ চাপা চাপা থাকে আর পদ্ম গোখরার আইশ ফোলা ডিমের মতন হয়ে থাকে। ফণার ভিন্নতা খৈয়া গোখরার ফণা বড় পদ্ম গোখরার টা ছোট হয়। ফনার পিছনে সাধারণত দুটি চোখ /হেডফোনসদৃশ V আকৃতির চিহ্ন থাকে। চিহ্নটি পুরোনো দিনের ডাঁটি ছাড়া চশমার মতো দেখতে হওয়ায় এর নামকরণ করা হয়েছে স্পেক্টাকল্ড কোবরা (spectacled cobra)।

 

  • নাম: খৈয়া গোখরা,
  • ইংরেজি নাম- Spectacled cobra.
  • বৈজ্ঞানিক নাম- Naja naja.
  • আঞ্চলিক নাম- গোমা, দুধিয়া গোমা, দুধ গহমা, আলদ, খরিস গোখরা, খৈয়া গোখরা, জাত সাপ, জাতি সাপ, খৈয়া জাইত, ঝৌড়া সাপ, গুক্কু সাপ, খয়া গুক্কু। এদের ফণার পিছনে ইউ বা ভি আকৃতির হুডমার্ক থাকে যা দেখে সহজে চেনা যায়। যাকে বলা হয় ডাটি ছাড়া চশমা।
  • বিষের ধরন: Synaptic Neurotoxin ও Cardiotoxin ( সিনাপটিক নিউরোটক্সিন ও কার্ডিওটোক্সিন ) । এদের বিষে hyaluronidase এনজাইম থাকায় লাইসিস (Lysis) ঘটে ফলে বিষ দ্রুত ছরিয়ে পরে। এর বিষ স্নায়ুর সিনাপটিক ফাঁকগুলিতে কাজ করে ফলে পক্ষাঘাতগ্রস্ত হয় এবং শ্বাসকস্ট হয়। তবে অধিকাংশ সময় এরা ড্রাই বাইট করে।

 

খৈয়া গোখরা | Naja Naja – Spectacled Cobra

 

খাদ্য তালিকাঃ পাখি, ইদুর, ডিম প্রধান খাদ্য।

বিচরন বা আবাসস্থলঃ খুপরি জায়গায় ও শুকনো জায়গায় বাস করে। বিভিন্ন ফাকফোকড়ে, গাছের কোটরে এদের দেখা পাওয়া যায়।

অঞ্চলঃ সারা দেশেই পাওয়া যায়।(উত্তর বঙ্গে এদের বিচরন টা একটু বেশি) । ভারত, পাকিস্থান,শ্রীলংকা ও নেপাল জুড়ে এদের পাওয়া যায়। এপ্রিল /মে মাসে এরা যৌন মিলনে লিপ্ত হয়, তখন জুন/ জুলাই মাস পরে যায় ডিম পাড়তে পাড়তে, এরা একসাথে ৪০-৪৫ টা পর্যন্ত ডিম দিতে পারে, এদের ডিমের চামড়া অনেক পাতলা ও নরম থাকে এবং একসাথে অনেকগুলো ডিম জট লাগানো থাকে ,ডিমে তা দেয় প্রায় ৫৫-৬০-৬৫ দিন পর্যন্ত, প্রায় দুমাস সময় লাগে বাচ্চা ফুটতে।

চিকিৎসাঃ খৈয়া গোখরো সাপের কামড়ে ১৫ থেকে ১২০ বা ১৮০ মিনিটের মধ্যে উপসর্গ দেখা দেয়। তাই এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে গিয়ে এন্টিভেনম দিতে হবে।

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top