মাথা চ্যাপ্টা যা ঘাড় থেকে বড় হয়ে থাকে। সামনের অংশ (Rostral scale) তুলনামূলক চওড়া। চোখ সম্পূর্ণ কালো, চোখের মনি উলম্বভাবে অর্ধগোলাকার। জিহ্বার রঙ গোলাপীভাব লাল। উপরের চোয়াল সাদা। পেট সাদা। দেহ চিকন। লেজ দেহের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শেষ প্রান্ত সূচালো। Dorsal scales মসৃণ আঁশযুক্ত (Smooth scales)। এরা সাধারণত ১২ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।
Common Wolf Snake-এর ঘাড়ে সাদা বা হলুদ রঙের চ্যাপ্টা কলার ব্যান্ড রয়েছে। দেহ সাধারণত বাদামি, কালো, ধূসর, কালচে বাদামি বা লালচে বাদামি রঙের হয়ে থাকে। হলুদ বা হলুদাভ সাদা ব্যান্ড ঘাড় থেকে শুরু হয়ে পুরো দেহ জুরে রয়েছে যা ক্রমান্বয়ে লেজের দিকে নিশ্চিহ্ন হয়ে গেছে। অর্থাৎ লেজে কোন ব্যান্ড থাকবে না। ব্যান্ডগুলো পিঠের দিকে চিকন কিন্তু পেটের দিকে চওড়া হয়ে গেছে।
Zaw’s wolf snake-এর দেহ উজ্জ্বল কালচে বাদামি। Common Wolf Snake-এর মত এর ঘাড়ে কোনো ব্যান্ড থাকে না। ঘাড়ের কিছুদূর পর থেকে চওড়া সাদা ব্যান্ড থাকে যা ক্রমশ লেজের দিকে বিলুপ্ত হয়ে গেছে। Yellow-speckled Wolf Snake-এর ঘাড়ে সাদা বা হলুদ রঙের চ্যাপ্টা কলার ব্যান্ড রয়েছে। দেহ উজ্বল সবুজাভ কালচে বাদামি। অন্যান্য ঘরগিন্নির প্রজাতির মত এর দেহে ব্যান্ড নেই। ব্যান্ডের বদলে এর দেহের Dorsal scale-এ দুটি করে সবুজাভ হলুদ ছোপ দাগ থাকে।
ঘরগিন্নি/ঘরচিতিঃ বাংলাদেশে প্রাপ্ত ঘরগিন্নি সাপ সমূহের পরিচিতি।
- (Ⅰ) নামঃ ঘরগিন্নি/ঘরচিতি ।
- ইংরেজি নামঃ Common wolf snake.
- বৈজ্ঞানিক নামঃ Lycodon aulicus.
Common wolf snake – Lycodon aulicus
- (Ⅱ)নামঃ জওয়ের ঘরগিন্নি ।
- ইংরেজি নামঃ Zaw’s wolf snake.
- বৈজ্ঞানিক নামঃ Lycodon zawi.
Zaw’s wolf snake – Lycodon zawi
- (Ⅲ) নামঃ হলুদ ছোপের ঘরগিন্নি ।
- ইংরেজি নামঃ Yellow speckled wolf snake/Twin-spotted wolf snake.
- বৈজ্ঞানিক নামঃ Lycodon jara.
- প্রচলিত নামঃ চিতিবোড়া, ঘরমনি, ঘরমোহিনী, চালচিতি, চালবোড়া ইত্যাদি।
- বিষের ধরনঃ নির্বিষ।
Yellow speckled wolf snake/Twin-spotted wolf snake – Lycodon jara
খাদ্য তালিকাঃ প্রধান খাদ্য টিকটিকি। এছাড়া ছোট ব্যাঙ এবং আঁচিলা খেয়ে থাকে। এরা পাইথনের মত চেপে ধরে শিকারকে হত্যা করে শিকার করে।
বাসস্থান ও অঞ্চলঃ Common wolf snake এবং Yellow speckled wolf snake সারাদেশেই কমবেশি দেখতে পাওয়া যায়। তবে Zaw’s Wolf Snake বনাঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়।
চিকিৎসাঃ যেহেতু নির্বিষ সাপ তাই মানুষের জন্য ক্ষতিকর নয়।তবে মাংসাশী হওয়ায় এর মুখে ব্যাকটেরিয়া থাকে যা দ্বারা ইনফেকশন হতে পারে। কামড়ের স্থানে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই চিন্তামুক্ত থাকা যায়। তবে সতর্কতার জন্য ডাক্তারের পরামর্শে টিটেনাস ইনজেকশন নেওয়া উত্তম৷