ক্রেইটস (বাঙ্গারুস) | Kraits (Bungarus) | পাতি কাল কেউটে

ব্যান্ডেড ও ওয়ালস ক্রেইট জলাশয় ও তার আশে পাশে থাকতে পছন্দ করে। আর বাকি গুলো পরিত্যক্ত ঘরবাড়ি, ভাঙ্গা দেয়ালের কোঠর, ইটের স্তুপ,গাছের গুড়ি,গোউন ঘর ইত্যাদি শুকনো স্থানে থাকতে পছন্দ করে । খাদ্য খোঁজে এরা বাসা বাড়িতে অনায়াসে আসতে পরে এবং খাবার খুজতে খুজতে যদি সকাল হয়ে যায় তাহলে বাসার যেকোনো চিপাচাপা জায়গায় বসবাসের স্থান হতে পারে। ভারত,বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার,চীন, আফগানিস্তান, ইরান, পাকিস্তান, লাওস, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফিলিপাইন এবং ব্রুনেই এ্সব দেশে “Bungarus” গণের সাপগুলো পাওয়া যায়। এক কথায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের পাওয়া যায়।

 

  • নামঃ- ক্রেইটস (বাঙ্গারুস)।
  • ইংরেজি নামঃ- Kraits (Bungarus).
  • বিষের ধরনঃ- “Bungarus” গণের সাপসমূহের বিষের ধরন হলো “Bungarotoxin”। “Bungarotoxin” হলো প্রি-সিন্যাপটিক এবং পোস্ট সিন্যাপটিক এর মিশ্রিত “Neurotoxin” (নিউরোটক্সিন)।

ক্রেইটস (বাঙ্গারুস) | Kraits (Bungarus)

 

খাদ্য তালিকাঃ এরা Ophiophagus (সাপ ভক্ষনকারী) এবং Cannibalistic (স্বগোত্রভোজন বা স্বজাতীগ্রাসী) হওয়ায় এদের প্রধান খাদ্য সাপ। নির্বিষ,বিষধর এবং নিজ জাতীয় সাপকেও খেয়ে থাকে। সাপ ছাড়াও ইঁদুর,পাখি,ব্যাঙ,গিরগিটি ও অন্যান্য সরিসৃপ প্রাণী খেয়ে থাকে।

চিকিৎসাঃ ক্রেইট সাপেদের কামড়ে বমি বমি ভাব, ডায়রিয়া, প্যারালাইজড হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, মাথা ঘোরা, চোখের পাতায় পরে আসা, ঝিমুনি ভাব ,খিচুনি হওয়া , মুখ দিয়ে লালা পড়া ইত্যাদি বিষের লক্ষন প্রকাশ পায়। কামড় দেওয়ার পর দ্রুত হাসপাতালে গেলে এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে রোগীর চিকিৎসা করা হয়ে থাকে ।
বর্ণনাঃ “Elapidae” পরিবারের অন্তর্ভুক্ত সাপেদের একটি “genus” বা “গণ” হলো “Bungarus” যারা “Krait” (ক্রেইট) নামে পরিচিত। এরা সাধারনত লম্বায় ৩ থেকে ৬ ফুট পর্যন্ত হয় । কিছু প্রজাতি ( ব্যান্ডেড ক্রেইট ও ওয়াল’স ক্রেইট ) ৭-৮ ফুট পর্যন্ত হতে পারে । এরা Ophiophagus (সাপ ভক্ষনকারী) এবং Cannibalistic (স্বগোত্রভোজন বা স্বজাতীগ্রাসী)। এরা Nocturnal অর্থাৎ নিশাচর। রাতে খাবার খায় , দিনের থেকে রাতে বেশি সক্রিয় বেশি থাকে । এরা লাজুক প্রকৃতির সাপ । ভয় পেলে ও বিপদের আশংকা কিংবা মানুষের উপস্থিতি বুঝতে পারলে শরীর কুন্ডলী পাকিয়ে মাথা ভিতরে রাখে। এদের ডর্সাল স্কেল অর্থাৎ পিঠের উপরিভাগ হেক্সাগোনাল ( ষড়ভুজাকার ) হওয়ায় সহজে চেনা যায়। এদের মাথা সরু ও চোখ গোলাকার। এরা “Oviparous” অর্থাৎ মা সাপেরা ডিম পেরে বাচ্চা দেয়। ক্রেইট সাপ সচরাচর ০৪-১৪ টি পর্যন্ত ডিম পারে । প্রজাতি ভেদে কম বেশি হতে পারে। মার্চ থেকে মে পর্যন্ত মেটিং করে জুন থেকে জুলাই পর্যন্ত ডিম দেয়। স্থান, আবহাওয়া ভেদে এই সময়কাল পরিবর্তন হতে পারে।

“Bungarus”- গনের সাপসমূহ-
“Bungarus” গণে ১৬ টি প্রজাতি এবং ৪ টি উপপ্রজাতি রয়েছে। এর মধ্যে ৫ টি প্রজাতিই বাংলাদেশে পাওয়া যায়।

বাংলাদেশে প্রাপ্ত ৫ টি প্রজাতি হলো-

  • ১। Common krait (Bungarus caeruleus).
    প্রাপ্তিস্থান- বাংলাদেশ,ভারত,আফগানিস্তান,পাকিস্তান,শ্রীলঙ্কা,নেপাল।
  • ২। Wall’s krait (Bungarus walli).
    প্রাপ্তিস্থান-বাংলাদেশ, ভারত, নেপাল।
  • ৩। Banded krait (Bungarus fasciatus).
    প্রাপ্তিস্থান- বাংলাদেশ, ব্রুনাই, মায়ানমার, কম্বোডিয়া, দক্ষিণ চীন ভারত, ভুটান, নেপাল, ইন্দোনেশিয়া, লাওস, ম্যাকাও; মালয়েশিয়া সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
  • ৪। Lesser black krait (Bungarus lividus).
    প্রাপ্তিস্থান- বাংলাদেশ,ভারত,নেপাল।
  • ৫। Greater black krait (Bungarus niger).
    প্রাপ্তিস্থান-বাংলাদেশ,ভারত,নেপাল,ভুটান।

বিদেশীগুলো হলো-

  • ৬। South Andaman krait (Bungarus andamanensis).
    প্রাপ্তিস্থান- ভারত (আন্দামান দ্বীপ)।
  • ৭। Northeastern hill krait (Bungarus bungaroides).
    প্রাপ্তিস্থান- মায়ানমার, ভারত, নেপাল, ভিয়েতনাম।
  • ৮। Malayan krait/Blue krait (Bungarus candidus).
    প্রাপ্তিস্থান- কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম।
  • ৯। Red River krait (Bungarus slowinskii).
    প্রাপ্তিস্থান-উত্তর ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া।
  • ১০। Persian krait (Bungarus persicus).
    প্রাপ্তিস্থান- ইরান।
  • ১১। Suzhen’s krait (Bungarus suzhenae).
    প্রাপ্তিস্থান- চীন ,মায়ানমার।
  • ১২। Burmese krait (Bungarus magnimaculatus).
    প্রাপ্তিস্থান- মায়ানমার।
  • ১৩। Many-banded krait/Chinese krait (Bungarus multicinctus).
    প্রাপ্তিস্থান- তাইওয়ান, দক্ষিণ চীন, মায়ানমার, লাওস, উত্তর ভিয়েতনাম এবং থাইল্যান্ড।
    Sub-species :
    ① Bungarus multicinctus wanghaotingi.
    প্রাপ্তিস্থান-চিন ,মায়ানমার।
  • ১৪। Red-headed krait (Bungarus flaviceps).
    প্রাপ্তিস্থান- দক্ষিণ থাইল্যান্ড, দক্ষিণ মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়ান উপদ্বীপ,ইন্দোনেশিয়া।
    Sub-species :
    ② Kinabalu krait (Bungarus flaviceps baluensis).
    প্রাপ্তিস্থান-ইরান, ইন্দোনেশিয়া কিনাবালু মাউন্ট,মালয়শিয়া, ব্রুনেই।
  • ১৫। Sind krait (Bungarus sindanus).
    প্রাপ্তিস্থান- দক্ষিণ-পূর্ব পাকিস্তান, ভারত।
    Sub-species :
    ③ Bungarus sindanus razai.
    প্রাপ্তিস্থান- উত্তর পাকিস্তান।
  • ১৬। Sri Lankan krait (Bungarus ceylonicus).
    প্রাপ্তিস্থান-শ্রীলঙ্কা।
    Sub-species :
    ④ Bungarus ceylonicus karavala.
    প্রাপ্তিস্থান-শ্রীলঙ্কা।
Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top