তামাটে মাথা দুধরাজ সাপ ১৫ সেন্টিমিটার থেকে ২২৮ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে । এই সাপের দেহের বেশিরভাগ অংশ তামাটে বর্ণযুক্ত । মাথা ঘাড় জুড়ে কালো রেখা এবং চোখের পিছনে থেকে ইংরেজি V এর মতো কালো রেখা রয়েছে । চোখের উপরের কালো রেখাটি ঘাড়ের রেখা এর সাথে যুক্ত হয়েছে । দেহের পেছনের অংশ ধূসর – বাদামী , হলুদ – বাদামি ও কালো ডোরা কাটা দাগ সারাদেহে আছে । গাড় বাদামী বা কালো দাগ গুলো লেজ পর্যন্ত চলে গেছে । লেজ এক কালারের হয়,দুধরাজ সাপ অনেক রাগি সাপ।এর কামড় দেওয়ার প্রবণতা বেশি।কেউ তাকে উত্তেজিত করলে সে মাথা উঁচু করে ঘাড় উলম্ব ভাবে দেখতে অনেকটা ‘ S ’ অক্ষরের মতো দেহ পেচিয়ে গলা ফুলিয়ে মুখ হা করে কামড়াতে তেড়ে আসে। তামাটে মাথা দুধরাজ সাপ ১০ থেকে ৩০ টি ডিম দেয় । এই সাপটির নামের সাথে দুধরাজ যুক্ত থাকলেও সাপটি কখনই দুধ খায় না।
- নামঃ তামাটে মাথা দুধরাজ সাপ।
- ইংরেজি নামঃ Copper Headed Trinket Snake / Copper Headed Rat Snake
- বৈজ্ঞানিক নামঃ Coelognathus radiatus
- প্রচলিত নামঃ তামাটে মাথা দুধরাজ সাপ,পঙ্ক্ষিরাজ, দুধরাজ, তামাটে মাথা দাঁড়াশ, গোয়াইল্লাবাহা, ঘোরলাগ ইত্যাদি।
- বিষের ধরনঃ সম্পূর্ণ নির্বিষ/Nonvenomous .
দুধরাজ | Coelognathus Radiatus – Copper Headed Trinket Snake
খাদ্য তালিকাঃ প্রধান খাদ্য ইঁদুর ,এছাড়াও ব্যাঙ, অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড়, গিরগিটি এবং টিকটিকি খায়।
অঞ্চলঃ বাংলাদেশের সব অঞ্চলেই এদের কম বেশী পাওয়া যায়,দক্ষিণ পূর্বে বেশি পাওয়া যায়। এরা শুকনা জায়গা, জমি,মাটির স্তূপ, গোয়াল ঘরে, লাকড়ির ঘরে, ক্ষেতখামারে থাকে।যেখানে ইঁদুর বেশি থাকে ওখানে বেশী দেখা যায়।মাটির ঘরে, ইঁদুরের গর্তে, টিনের চালেও এদের দেখা যায়!
চিকিৎসাঃ দুধরাজ সাপ কামড় দিলে দাঁত কামড়ের জায়গায় আটকে যায় বলে মাথার চূল বা সূতার দুইদিকে ধরে বাইটের স্থানে টান দিতে হবে।এতে দাঁত থাকলে উঠে আসবে। ক্ষতস্থান সাবান বা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করতে হবে। ডাক্তারের পরামর্শে টিটেনাস ইনজেকশন নিতে হবে। সাপ্লিমেন্টারি হিসেবে ব্যথানাশক ঔষধ সেবন করতে হতে পারে।