পাতি দুধরাজ গড়ে ৩-৪.৫ ফুট হয়ে থাকে সাধারণত, চোখের পাশে একটা কালো দাগ। চোখের মধ্যে সোনালি রিং।গায়ে সাদা কালো বক্স বক্স / ছোপ ছোপ দাগ।ঘার থেকে চিকন চিকন দাগ চলে গিয়ে মিশে গেছে।লেজের ২ পাশে দিয়ে মোটা ২ টা কালো দাগ চলে গেছে যা লেজের একদম শেষ পর্যন্ত। লেজ সরু এবং চিকন গায়ের রং বাদামি , হালকা বাদামি বা হালকা খয়েরি রং এর। পাতি দুধরাজ সাপ অনেক রাগি সাপ।এর কামড় দেওয়ার প্রবণতা বেশি।কেউ তাকে উত্তেজিত করলে সে মাথা উঁচু করে ঘাড় উল্লম্ব ভাবে দেখতে অনেকটা জি ‘ S ’ অক্ষরের মতো দেহ পেচিয়ে গলা ফুলিয়ে মুখ হা করে তেড়ে আসে কামড়াতে আসে।পাতি দুধরাজ সাপ ৫ থেকে ১৫ টি ডিম দেয় এদের স্বভাব নির্বির্ষ প্রজাতির এই সাপটি এর নামের সাথে দুধরাজ যুক্ত থাকলেও সাপটি কখনই দুধ খায় না
- নামঃ পাতি দুধরাজ সাপ।
- ইংরেজি নামঃ Common Trinket snake .
- বৈজ্ঞানিক নামঃ Coelognathus helena.
- প্রচলিত নামঃ পঙ্ক্ষিরাজ, দুধরাজ,পাতি দুধরাজ ইত্যাদি ।
- বিষের ধরনঃ সম্পূর্ণ নির্বিষ/Nonvenomous.
পাতি দুধরাজ | Coelognathus Helena – Common Trinket Snake
খাদ্য তালিকাঃ প্রধান খাদ্য ইঁদুর ,এছাড়াও ব্যাঙ, অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড়, গিরগিটি এবং টিকটিকি খায়।
অঞ্চলঃ বাংলাদেশের সব অঞ্চলেই এদের কম বেশী পাওয়া যায়,উত্তরাঞ্চলে বেশি পাওয়া যায়। এরা শুকনা জায়গা, জমি,মাটির স্তূপ, গোয়াল ঘরে, লাকড়ির ঘরে, ক্ষেতখামারে থাকে।যেখানে ইঁদুর বেশি থাকে ওখানে বেশী দেখা যায়।মাটির ঘরে, ইঁদুরের গর্তে, টিনের চালেও এদের দেখা যায়!
চিকিৎসাঃ দুধরাজ সাপ কামড় দিলে করণীয়,দাঁত কামড়ের জায়গায় আটকে যায় বলে মাথার চূল বা সূতার দুইদিকে ধরে বাইটের স্থানে টান দিতে হবে। এতে দাঁত থাকলে উঠে আসবে। ক্ষতস্থান সাবান বা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করতে হবে। ডাক্তারের পরামর্শে টিটেনাস ইনজেকশন নিতে হবে। সাপ্লিমেন্টারি হিসেবে ব্যথানাশক ঔষধ সেবন করতে হতে পারেন!