নোনা বোরা | Cerberus Rynchops – Dog Faced Water Snake

নোনা বোরা Homalopsidae পরিবারের অন্তর্ভূক্ত। স্থুলকায় সাপ যার উপরের চোয়াল,নাসারন্ধ্র ও চোখ উপরের দিকে ওঠানো,ফলে কুকুর মুখো দেখায়। এরা লম্বায় সচরাচর ২-৩ ফুট হয় তবে সর্বোচ্চ ৪ ফুট পর্যন্ত হতে পারে। দেহের রং ধূসর বা বাদামি, পিঠে গাঢ় বাদামি বা কালো ফোটার দাগ দেখা যায়। দেহের নিচের অংশ কালো ছোপযুক্ত । মাথা ঘাড়ের তুলনায় চওড়া। মাথার দুপাশ দিয়ে গাঢ় রেখা চলে গেছে। এরা নিশাচর ও দিবাচর। অলস, তবে সাঁতার কাটতে ও কাদামাটিতে চলতে পারে। এরা viviparous অর্থাৎ মা সাপ সরাসরি বাচ্চা প্রসব করে । ৪-৭ মাস গর্ভাবস্থায় থেকে ২-১২ টি পর্যন্ত বাচ্চা প্রসব করতে পারে। এরা বাচ্চা অবস্থায় ১৭-২৫ সেমি পর্যন্ত লম্বা হয় । এর ডর্সাল হলো keeled scale অর্থাৎ অমসৃণ আশঁযুক্ত।

 

  • নামঃ- নোনা বোরা।
  • ইংরেজি নামঃ- Dog-faced Water Snake.
  • বৈজ্ঞানিক নামঃ- Cerberus rynchops.
  • প্রচলিত নামঃ- অঞ্চলভেদে কুকুরমুখো নোনা বোরা,জলবোরা ইত্যাদি নামে ডাকা হয় ।
  • বিষের ধরনঃ- মৃদু বিষধর, ( নিউরোটক্সিন)।

নোনা বোরা | Cerberus Rynchops – Dog Faced Water Snake

 

খাদ্য তালিকাঃ কুঁচে মাছ, ছোট মাছ,ব্যাঙ,কাঁকড়া,চিংড়ি ও শামুক এদের প্রধান খাবার।

বাসস্থান ও অঞ্চলঃ এরা মূলত জলাশয়ের কাঁদা জাতীয় স্থানে থাকতে পছন্দ করে এছাড়া সমুদ্রের আশে পাশে এবং এর উপরে থাকতে পছন্দ করে। শীতকালে বিভিন্ন ডাল পালার উপরে উঠে রোদ পোহাতে ও দেখা যায়। এরা সমুদ্র উপকূলীয় নদী,ম্যানগ্রোভ বনের প্লাবিত অঞ্চল,কোরাল দ্বিপ, দেশের দক্ষিণে গরান বন,সমুদ্র উপকুল ও মোহনা,আবাদি জমি,কাদামাটি যুক্ত পরিবেশ, জোয়ার ভাটার নদী ইত্যাদিতে থাকে। বাংলাদেশ ,ভারত, মায়ানমার, থাইল্যান্ড, মালেশিয়া দেশে এর বিচরন রয়েছে।

চিকিৎসাঃ এরা মৃদু বিষধর যা মানুষের জন্য ক্ষতিকর নয়, কামড়ালে ভয়ের কিছু নেই৷ ডেটল, স্যাভলন বা অন্যকোনো এন্টিসেপ্টিক দিয়ে পরিষ্কার করুন ৷ বাড়তি সুরক্ষার জন্য, টিটেনাস টিকা নিতে পারেন।

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top