জলপাই মেটে | Atretium Schistosum

মাথা ঘাড় থেকে সামান্য চওড়া। চোখ গোলাকার। নাকের ছিদ্র লম্বালম্বি ভাবে চেরা৷ দেহ উজ্জ্বল জলপাই রঙের হয়ে থাকে। অনেক সময় শরীরের দুই পাশে লালচে দাগ থাকে। পুরুষদের ক্ষেত্রে এই রঙ উজ্বল হয়ে থাকে। পেট হলদেটে সাদা বা কমলা রঙের। লেজ সুচালো।

এদের দেহ কিছুটা চ্যাপ্টা হয়। অর্থাৎ উপর থেকে দেখলে মাথা, লেজ সরু এবং মাঝখানের অংশটা চ্যাপ্টা দেখায়। শরীরের আঁশগুলো অমসৃণ (Kelled scales)। সাধারণত দেড় থেকে দুই ফুট লম্বা হয়। এরা diurnal অর্থাৎ দিনে চলাচল এবং শিকার করে। তবে এদের রাতেও দেখতে পাওয়া যায়। Aquatic অর্থাৎ বেশিরভাগ সময় এরা পানিতে থাকে।

 

  • নাম: মেটে, জলপাই মেটে, জলপাইরঙা মেটে
  • ইংরেজি নাম- Olive keelback
  • বৈজ্ঞানিক নাম- Atretium schistosum
  • প্রচলিত নাম- মেটে, মাইট্টা, পাইন্যা
  • বিষের ধরন: সম্পূর্ণ নির্বিষ
  • খাদ্য তালিকা- এদের প্রধান খাবার মাছ, কোলাব্যাঙ এবং কাঁকড়া। এছাড়া মশার লার্ভাও খেয়ে থাকে। পাশাপাশি ছোট অন্যান্য সরীসৃপও শিকার করে থাকে।
  • অঞ্চল- সারা দেশের মিঠা পানির জলাশয়, ধানক্ষেত এবং আদ্র জায়গায় এদের পাওয়া যায়।

জলপাই মেটে | Atretium Schistosum

চিকিৎসা: খুবই শান্ত একটি সাপ। সহজে কাউকে কামড়ায় না। তবে বিরক্ত করলে কামড়াতে পারে। যেহেতু এটি একটি নির্বিষ সাপ তাই ভয় পাওয়ার কিছু নেই৷ ক্ষতস্থান সাবান পানি বা অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করতে হবে৷ দাঁত লেগে থাকলে তা উঠিয়ে ফেলতে হবে৷ সতর্কতার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে টিটেনাস ইনজেকশন নিতে হবে।
নোট: অযথা সাপ মারা হতে বিরত থাকুন। প্রয়োজনে ৯৯৯ এ ফোন দিন অথবা বনবিভাগের সাথে যোগাযোগ করুন

Share Please!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top